রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূতি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে গতকাল বিকাল ৫টায় পোশাক হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফের সভাপতিত্বে এবং টিইউসি’র কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশে বক্তব্য প্রদান করেন পাহাড়তলি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মিজান, কমিউনিটি সেন্টার ও ডেকোরেশন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, নারী শ্রমিকনেতা দিপ্তি রানী সরকার, সাধারণ সম্পাদক নুরুল আলম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোঃ হানিফ এবং অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা মোঃ শামসুল ইসলাম আরজু প্রমুখ।
সমাবেশে বলা হয়, দুঃখজনক হলেও সত্য, আজ এক যুগ পার হয়ে গেলেও এই ভয়াবহ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়নি। বিচারহীনতার এ সংস্কৃতি শ্রমিকদের জন্য এক গভীর হতাশার নাম হয়ে দাঁড়িয়েছে। যারা প্রিয়জন হারিয়েছেন, যারা জীবনভর পঙ্গু অবস্থায় দিন কাটাচ্ছেন, তাদের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও চিকিৎসা সুবিধাও এখনো সম্পূর্ণরূপে নিশ্চিত হয়নি। এই বাস্তবতায়, রানা প্লাজার শহীদদের স্মরণে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও ন্যায়বিচারের দাবিতে আজ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলা কমিটি (টিইউসি) মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদের কর্মসূচি পালন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।