খালে পড়ে শিশুর মৃত্যু, দুর্ঘটনাস্থল পরিদর্শনে চসিকের তদন্ত কমিটি

| শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

নগরীর কাপাসগোলা এলাকায় হিজড়া খালে রিকশা থেকে পড়ে ছয় মাস বয়সী এক শিশু মৃত্যুর ঘটনায় গঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার কারণ ও ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করেন। তদন্ত কমিটির কাছে স্থানীয়রা তাদের মতামত তুলে ধরেন।

চসিকের সচিব আশরাফুল আমিনের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয় গত মঙ্গলবার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল (সদস্য সচিব), প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান আশরাফুল আমিন বলেন, এই দুঃখজনক ঘটনার পেছনে কী কী দায় বা গাফিলতি রয়েছে, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করা হবে। চসিক সূত্র জানায়, প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রাপ্ত সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির এল এলবি অনার্স প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন
পরবর্তী নিবন্ধটিইইউসির মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদের প্রতিজ্ঞা