মিনহাজ উল কুরআন বাংলাদেশের উদ্যোগে আগামীকাল শনিবার ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশের চট্টগ্রামের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম বিভাগ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগের প্রেসিডেন্ট এম এ সবুরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা মুফতি শহিদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ আইয়ূব ক্বাদেরি, ইলিয়াস আল ক্বাদেরি, মুহাম্মদ আব্দুর রহিম, মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, নাছির উদ্দীন মাহমুদ, মুহাম্মদ মাসূদুল আলম, মাহদি মুস্তাক্বিম ক্বাদেরি, মুহাম্মদ আরিয়ানুল শহিদ, সাইদূর রহমান, সাজ্জাদ হুসাইন প্রমুখ। সভায় ২৬ তারিখের ঢাকার মহাসমাবেশে মিনহাজ–উল–কুরআন থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।