আনোয়ারা ও সিলেটে অভিযান হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে আনোয়ারা থানার হত্যা মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সিলেট মহানগরীর শাহ্‌ পরান থানাধীন খাদিমনগর এলাকা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। অপরদিকে আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ৬ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন, র‌্যাব৭ এর অভিযানে গ্রেপ্তার মো. নয়ন (৩২) ও পুলিশের অভিযানে গ্রেপ্তার আমজাদ হোসেন (২৬), মহিম উদ্দীন (৩০), মো. জামশেদ (২৭), শাখাওয়াত হোসেন হৃদয় (২৭), শাহা আলম (৩৪), রুপন কান্তি দেব নাথ (২১)

জানা যায়, গত ১৮ মার্চ দিবাগত রাতে আনোয়ারায় মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মো. মানিককে খুন করা হয়। ঘটনার পর থেকে হত্যা মামলার আসামি মো. নয়ন পলাতক ছিলেন। গত বুধবার র‌্যাবের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) .আর.এম. মোজাফ্‌ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগরীর শাহ্‌ পরান খাদিমনগরে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযানে বিএনপির মিছিলে হামলা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ভাগিনা হত্যার ঘটনায় মামাসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধমহাসমাবেশ উপলক্ষে মিনহাজ উল কুরআন বাংলাদেশের মতবিনিমিয়