হালদায় অভিযান অবৈধ কারেন্ট জাল ও বড়শি জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

হালদা নদীতে অভিযান চালিয়ে ২৭৪ মিটার অবৈধ কারেন্ট জাল ও বড়শি জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। গতকাল বৃহস্পতিবার সকালে ভূজপুর ইউপির রাবার ড্যাম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলামের নেতৃত্বে হালদা নদীর ভূজপুর ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন এলাকায়সহ বিভিন্ন অংশে অভিযান পরিচালনাকালে ২৭৪ মিটার দুইটি নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮ টি বড়শি জব্দ করা হয়।

পরে জব্দকৃত এসব মালামাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সন্ত্রাস ও চাঁদাবাজিতে লিপ্তদের দল থেকে বহিষ্কারের দাবি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন