কাশ্মীরে সামপ্রতিক হামলার ঘটনার জেরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান এবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর বাসসের।
জিও নিউজ, এএনআই ও ডন–এর প্রতিবেদনে একথা জানা গেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাকিস্তান বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে, আগামী ২৪ থেকে ২৫ এপ্রিলের মধ্যে দেশটি তার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে করাচি উপকূল থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ইসলামাবাদ এমন পদক্ষেপ নিলে তা আঞ্চলিক উদ্বেগ বাড়াতে পারে। পাক ইন্টেল মনিটর নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকেও একই তথ্য জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেয়ার একদিন পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষার এতথ্য সামনে এলো। এদিকে, নয়াদিল্লির পদক্ষেপের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা পর্যালোচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) সভা হয়েছে।