ভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা

| শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:৩৫ পূর্বাহ্ণ

কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৮ পর্যটক নিহতের ঘটনায় ফের উত্তপ্ত ভারতপাকিস্তান সম্পর্ক। হামলার পেছনে পাকিস্তানের পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। খবর বাংলানিউজের।

গত বুধবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা। বন্ধ করা হয়েছে দুই দেশের প্রধান সীমান্ত পথ। এছাড়া, ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে দিল্লি।

এমন উত্তেজনাকর প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার দেশটির নৌবাহিনী মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এঙে দেওয়া পোস্টে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ আইএনএস সুরাত সমুদ্রপৃষ্ঠে নিচু দিয়ে উড়ে আসা একটি দ্রুতগতির মিসাইল সফলভাবে ধ্বংস করেছে। এই সফলতা দেশের প্রতিরক্ষা খাতে নতুন মাত্রা যোগ করল বলেও দাবি করেছে ভারতীয় নৌবাহিনী।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.১৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসরছেন মাস্ক, কর্তৃত্ব পুনর্দখলে প্রস্তুত ট্রাম্পের মন্ত্রিসভা