সিএসইতে লেনদেন ৭.১৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭.১৩ কোটি টাকা। ২,৮৪৬টি লেনদেনের মাধ্যমে মোট ৩৫.৫৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৪.৩৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৯৫৬.৯৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৬৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৭.৮০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৮.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯০৩.৮০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক আজ অপরিবর্তিত আছে, যা হলো ১৯৮৬.৩৬ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৮,১৬৭.৬২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৪০৯.১৬ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৮টির, এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, দাম কমেছে ১৪১টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধ হও, আপন আলোয়
পরবর্তী নিবন্ধভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা