প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত আন্তঃহাউজ টেবিল টেনিস টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রেসিডেন্সি মিডল স্কুল হল রুমে সম্পন্ন হয়। ইংরেজি বিভাগের শিক্ষক হুমায়রা জান্নাত কাফিয়ার সঞ্চালনায় প্রেসিডেন্সি মিডল স্কুলের উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাব। ৮ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আয়োজিত এ টুর্নামেন্টে সিনিয়র স্কুল হতে ৯৬ জন এবং মিডল স্কুল হতে ২৩৯ জন সর্বমোট ৩৩৫ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে সিনিয়র স্কুলের প্রতিযোগিরা হাউজ অনুযায়ী যথাক্রমে: কাইট, ইগল, ফেলকন ও হক এবং মিডল স্কুলের প্রতিযোগিরা শ্রেণি অনুযায়ী খেলায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় হাউজ–ফেলকন, রানার্স–আপ হয় হাউজ– কাইট; মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় হাউজ– কাইট, রানার্স–আপ হয় হাউজ– ইগল। এছাড়া মিডল স্কুলের প্রতিযোগিরা (৩য় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত) প্রত্যেক শ্রেণি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স–আপসহ মোট ৫ জন করে বিজয়ী হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিরেক্টর সিপিডি নন্দন মিত্র, মিডল স্কুলের চিফ কো–অর্ডিনেটর মুহাম্মদ শাখাওয়াত হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো. গিয়াস উদ্দিন, বাবলী আসাম, টুর্নামেন্টের আহ্বায়ক অন্বেষা চাকমা, মোহাম্মদ রাসেল, স্কুলের শিক্ষক–শিক্ষিকা ও ছাত্র–ছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।