কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতের সঙ্গে উত্তাপের মধ্যে ঢাকা সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গতকাল বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য দিয়েছে ঢাকায় পাকিস্তানের হাই কমিশন। খবর বিডিনিউজের।
বার্তায় বলা হয়, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২৭–২৮ তারিখে বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক আলোচনার ভিত্তিতে সফরের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।’ ডন জানিয়েছে, ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বৈঠক করে। উচ্চপর্যায়ের ওই বৈঠকের পরে সংবাদ সম্মেলনে তার বাংলাদেশ ও কাবুল সফর স্থগিতের বিষয়েও কথা বলেন ইসহাক দার।