নগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার সকালে নগরীতে হঠাৎ একটি মিছিল বের করে। ঘটনার পরপরই পুলিশ তিন সন্দেহভাজনকে আটক করার দাবি করেছে। ছাত্রলীগের সদস্যরা সকাল ৭টা ১৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন শহরের লাভ লেইন এলাকায় এই মিছিলটি বের করে। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, মিছিলে প্রায় ১২ থেকে ১৫ জন সদস্য অংশ নেন, যা এক থেকে দেড় মিনিট স্থায়ী ছিল। সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, অন্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট ভিডিওতে দেখা গেছে সংগঠনটির প্রায় ১৫ জন সদস্য ব্যানার হাতে ‘শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে খেয়া ঘাটে ভাড়া বৃদ্ধি, যাত্রীদের ক্ষোভ
পরবর্তী নিবন্ধবিশ্ব ম্যালেরিয়া দিবস আজ