নতুন রূপে স্যানমার গ্রিন পার্ক চলছে ঈদ ফেস্টিভ্যাল

| শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:০০ পূর্বাহ্ণ

ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে স্যানমার প্রপার্টিজের আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে ‘স্যানমার ঈদ ফেস্টিভ্যাল’। আধুনিক নগর জীবনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে স্যানমার প্রপার্টিজ এই বিশেষ আয়োজন করেছে তাদের অন্যতম প্রকল্প স্যানমার গ্রিন পার্ককে ঘিরে। এছাড়াও থাকছে ঢাকা ও চট্টগ্রামের অভিজাত লোকেশনে আবাসিক ফ্ল্যাট, আধুনিক শপিং মলে দোকান এবং কমার্শিয়াল স্পেস। গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এই উৎসব, চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। চারদিন ব্যাপী এই আয়োজন চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

ঈদ উপলক্ষে আয়োজিত এই বর্ণিল উৎসবে ভিন্নমাত্রা যোগ করেছে স্যানমার গ্রিন পার্কের একেবারে নতুন রূপ। প্রকল্পটির এক্সটেরিওর ডিজাইনে এসেছে বিশ্বমানের পরিবর্তন। প্রকল্পটিকে আরও দৃষ্টিনন্দন ও আধুনিক করে তুলেছে খোলা জায়গা, সবুজ পরিপার্শ্ব, স্মার্ট লিভিং ব্যবস্থা ও নান্দনিক স্থাপত্যশৈলী। স্যানমার গ্রিন পার্ক বর্তমানে আধুনিক নগরজীবনের এক অনন্য অভিজ্ঞতা। কন্ডোমিনিয়াম লাইফস্টাইলের সুবিধা নিয়ে প্রকল্পে থাকছে অ্যাপার্টমেন্টের পাশাপাশি সর্বাধুনিক শপিং ফ্যাসিলিটি, বিশাল পার্কিং, ফুডকোট, দেশিবিদেশি ব্র্যান্ড শপ, সুপার শপ, মোবাইল শপ, ইলেকট্রনিক্স শপ, বোলিং জোন, ফার্মেসি, এটিএম ব্যাংকিং, ফ্যাশন লাইফস্টাইল, এন্টারটেইনমেন্ট এবং প্রস্তাবিত সিনেপ্লেক্স। আধুনিক নগরজীবনের প্রয়োজনীয় সব উপাদানকে একসাথে নিয়ে এই প্রকল্প নগরবাসীর জন্য গড়ে তুলছে এক পূর্ণাঙ্গ জীবনধারার ঠিকানা।

স্যানমার গ্রিন পার্কের বায়েজিদ লিংক রোডে অবস্থিত মার্কেটিং স্যুটে আয়োজিত ফেস্টিভ্যালে রয়েছে নানা আয়োজন। আজ ও কাল এই ফেস্টিভ্যালে শিশুদের জন্য থাকছে আর্ট কম্পিটিশন, বায়োস্কোপ ও ম্যাজিক শো এবং বড়দের জন্য থাকছে দেশীয় খাবারের সমাহার ও পারিবারিক বিনোদনের সুযোগ। প্রতিটি ফ্ল্যাট বুকিংয়ের সাথেই থাকছে ঈদ উপলক্ষে বিশেষ উপহার। এর মধ্যে রয়েছে রাউন্ড কাপল ট্রিপ টু মালয়েশিয়া, থাইল্যান্ড অথবা ঢাকা/কঙবাজার। চারদিন ব্যাপী উৎসবটি সকলের জন্য উন্মুক্ত। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন স্যানমারের হটলাইন +৮৮০৯৬১২৬৬৬৮৮৮ অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে +৮৮০১৭৪৫৬৬৬৮৮৮।

পূর্ববর্তী নিবন্ধকাজী নাবিল ও পরিবারের ৩৬২ একর জমিসহ বাড়ি-ফ্ল্যাট জব্দ
পরবর্তী নিবন্ধসড়কে ৪১% মৃত্যু বাইক দুর্ঘটনায়