হালনাগাদে চট্টগ্রামে ছবিসহ নিবন্ধিত নতুন ভোটার ৩ লাখ ৪ হাজার জন

৯৩৮৩৭ মৃত ভোটার কর্তন, স্থানান্তর হয়েছে ২৪৭৯৯

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৪:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ও জেলায় হালনাগাদ ভোটার তালিকায় ছবিসহ নতুন ভোটার নিবন্ধিত হয়েছে ৩ লাখ ৪২৮৩ জন। এরমধ্যে ১৫ উপজেলায় ছবিসহ নতুন ভোটার নিবন্ধিত হয়েছে ২ লাখ ৫২২৮৩ জন। চট্টগ্রাম মহানগরীতে ছবিসহ নিবন্ধিত হয়েছে ৫২ হাজার নতুন ভোটার। গত তিনমাসে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রাম মহানগরী ও জেলায় কর্তন করা হয়েছে ৯৩৮৩৭ মৃত ভোটার। হালনাগাদ কার্যক্রমে স্থানান্তর হয়েছে ২৪৭৯৯ ভোটার।

ছবিসহ নিবন্ধিত এই ভোটার সংখ্যা খড়সা তালিকায় প্রকাশ হবে এবং পরবর্তীতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ হবে। ছবিসহ নিবন্ধিত হালনাগাদ ভোটার তালিকায় ১৮ বছরের নিচে (২০০৮ সালের ১ জানুয়ারি যাদের জন্ম) এ রকম নগরী ও জেলায় ৭৭৬৭০ জন নিবন্ধিত হয়েছে।

এই তরুণদের আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি ১৮ বছর পূর্ণ হবে এবং তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটারধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন কমিশনের জারি হওয়া পরিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, হালনাগাদে চট্টগ্রামে গত ২০ জানুয়ারি থেকে গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেছেন। গত ৫ ফেব্রুয়ারি থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসময়ের মধ্যে চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৫ উপজেলায় হয়েছে ৩ লাখ ৪২৮৩ জন নতুন ভোটারের ছবিসহ নিবন্ধিত হয়েছেন। গত তিনমাসে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রাম মহানগরী ও জেলায় ৯৩৮৩৭ জন মৃত ভোটার কর্তন করা হয়েছে। এ সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় নিজেদের ভোটার স্থানান্তর করা হয়েছে ২৪৭৯৯ জন।

সবচেয়ে বেশি ভোটার নিবন্ধিত হয়েছে বাঁশখালী উপজেলায় ২৪৮২২জন। আনোয়ারা উপজেলায় ২৪৩২৭ জন। রাঙ্গুনিয়ায় ২১৩৭৬ জন, লোহাগাড়া উপজেলায় ২১২১৪ জন, সাতকানিয়ায় ১৮০৮৩ জন, ফটিকছড়িতে ১৭৭৪০জন, পটিয়া ১৭০১৬ জন। সবচেয়ে কম ভোটার নিবন্ধিত হয়েছে কোতোয়ালী থানায় ৫৪০০জন। বন্দর থানা জোনে ৭১৯৪জন। পাহাড়তলী জোনে ৭৭২২জন। কর্ণফুলী উপজেলায় ৭২৪৭জন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের আরও ৩০ লাখ মানুষ ‘অতি দরিদ্র’ হয়ে পড়বে : বিশ্ব ব্যাংক
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যাচেষ্টা