সীতাকুণ্ডে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ৫টি বন্ধ পাটকল শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পাটকল শ্রমিক ছাড়াও বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। গতকাল বুধবার ৫টি জুটমিল শ্রমিকরা পাটকলের উৎপাদন কার্যক্রম চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন। উপজেলার আর আর জুট অ্যান্ড টেক্সটাইল, গুল আহমদ জুটমিল, হাফিজ জুট মিল, এম এম জুট মিল ও গালফ্রা হাবিব লিমিটেড নামে এসব পাটকল কারখানার সামনে তারা সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। এদিকে পাটকল শ্রমিকদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে, বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা ও লিজ প্রথা বাতিল করা ও ২০২০ সালে চাকরি অবসানে যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়নি তাদের পুনর্বহালসহ পূর্ণাঙ্গ হিসাব প্রদান করা, রাষ্ট্রায়ত্ত বন্ধ ৫টি পাটকলের শ্রমিকদের মজুরি কমিশনের বকেয়াসহ পাওনা পরিশোধ করা ও বৈশাখী ভাতা প্রদান, বাৎসরিক ইনক্রিমেন্ট, অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি, পিএফ বিমাসহ বকেয়া পাওনা পরিশোধ করা। সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রের মাধ্যমে আর আর জুট অ্যান্ড টেক্সটাইল ও গালফ্রা হাবিব লিমিটেডসহ সারা দেশে ২৫ টি পাটকল সম্পূর্ণ অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাটকল কারখানাগুলো অবিলম্বে চালু করা না হলে সামনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। অনুষ্ঠানে রাষ্ট্রায়ত্ত ৫টি জুট মিলের সামনে আয়োজিত শ্রমিকদের ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশে সিবিএ নেতারা ও বিএনপি জামায়াতের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।