ম্যানগ্রোভ বন

কানিজ ফাতিমা | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

সাগরের উপকূলে নোনা জল ছুঁয়ে

ম্যানগ্রোভ বন আছে ঘাসপাতা নুয়ে

বন যেন নয় সে তো সাত নরীহার

কিশোরীর বাঁকা ঠোঁট বাহারি পাতার।

 

পাখি ডাকা রাঙা ভোর

প্রাণে বাঁধে প্রীতি ডোর

কাদা চর ঝলোমলো রোদ মেখে গায়

গোল পাতা দোল খেয়ে থাকে পাহারায়।

 

বিজলির মেয়ে হাঁটে তিন নদী বাঁকে

মৌয়ালেরা দল বেঁধে হাঁটে আর হাঁকে

মেঘেদের পাড়া হতে এক নদী জল

ম্যানগ্রোভ বন জুড়ে ঝরে অবিরল।

 

রাজকীয় বাঘ হাঁটে একা হেলে দুলে

ম্যানগ্রোভ চুল বাঁধে সাত রঙা ফুলে

প্রাণীদের বিচরণে সাজ সাজ রব

বনজুড়ে বয়ে যায় রাঙা উৎসব।

 

ঝড় এলে বুক পেতে দেয় বন আগে

আঁধারের দুর্দিনে বন একা জাগে

সবুজের সমারোহে ভরে যায় মন

ভালোবাসা দিয়ে বাঁধে সুন্দরবন।

পূর্ববর্তী নিবন্ধহলুদ কৃষ্ণচুড়া
পরবর্তী নিবন্ধমনুষ্যত্বের সঙ্গ