যতই বলি
একলা থাকি, একলা চলি
কারো সাতের পাঁচের
ধার না ধারি
বেলা শেষে গল্প করার
আমরা কতক মানুষ চাই।
হোক না কাছের কিংবা দূরের
নাই বা হোক অংশীজনের
তবুও বেলাশেষে
কথা বলার
আমরা কতক মানুষ চাই।
আনন্দটাকে বিলিয়ে দিতে
দুঃখটাকে মানিয়ে নিতে
অনুভূতির সঙ্গ পেতে
ভালো থাকার অযুহাতে
আমরা কতক মানুষ চাই।
সত্যি বলতে
আমরা সবে
একলা হতে ভয় যে পাই।
নিঃসঙ্গতা, নীরবতা
ক্ষণিক তরে ভালো লাগে
মাত্রা তার ছাড়িয়ে গেলে
একাকীত্বের অসুখ জাগে
তাই মুক্তি পেতে
কথার মায়ায় জড়িয়ে নিতে
আমরা কতক মানুষ চাই।
মানুষের পাশে মানুষ হয়ে
আমরা কেবল থাকতে চাই
ইচ্ছে কিংবা অনিচ্ছাতে
নিজের মনের সান্ত্বনাতে
আমরা শুধুই মানুষ চাই।