সিএনজি ড্রাইভারের কোনো কাগজপত্র ঠিকঠাক ছিল না, অথচ সামনে মোবাইল কোর্ট এবং পুলিশ। তিনি ধরা পড়ার ভয়ে পুলিশের ওপর দিয়ে সিএনজি টেক্সি চালিয়ে পালানোর চেষ্টা করলেন। কিন্তু পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আবদুল গনি নামের উক্ত চালককে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। গতকাল দুপুরে চট্টগ্রাম–হাটহাজারী রোডের বালুছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অধীন আদালত–১৩ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমার নেতৃত্বে বালুছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সময় কর্তব্যরত পুলিশকে ধাক্কা দিয়ে টেঙি নিয়ে পালানোর সময় আবদুল গনিকে আটক করা হয়। চট্টগ্রাম –থ–১১–৭৭৯৭ নম্বরের চালক আবদুল গনি হাটহাজারীর সন্দ্বীপ পাড়া এলাকার জনৈক মোহাম্মদ আলীর পুত্র। তার সিএনজি টেঙিটিও আদালত জব্দ করে ডাম্পিং ইয়ার্ডে পাঠিয়েছেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মোট ৫টি যানবাহনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।