স্বামী-স্ত্রী ও স্বর্ণ ব্যবসায়ী মিলে চোর চক্র

৬ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১০:১৬ পূর্বাহ্ণ

নগরের কোতোয়ালীতে বিভিন্ন বাসাবাড়িতে চুরিছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রায় সাড়ে নয় ভরি গলানো স্বর্ণ, ২টি স্বর্ণালংকার, নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম মেটোপলিটন পুলশের (সিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো চোরচক্রটি চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তাররা হলেন, সরাসরি চুরির সঙ্গে জড়িত নুর উদ্দিন, তার স্ত্রী কুলসুম বেগম, হান্নান হোসেন ও হৃদয় হাওলাদার। পরবর্তীতে নুর উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র সিংহ এবং গলানো স্বর্ণ বিক্রির সঙ্গে যুক্ত রিপন চন্দ্র পালকে।

সিএমপি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত নুর উদ্দিন স্বীকার করেন তার বাসায় চুরির নগদ অর্থ, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা রয়েছে। পরবর্তীতে তার পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসায় অভিযান চালিয়ে স্ত্রী কুলসুম বেগমের হেফাজত থেকে নগদ টাকা এবং স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম জানান, এই অভিযানের মাধ্যমে আমরা একটি সুসংগঠিত চোরচক্রের কার্যক্রম রুখে দিতে সক্ষম হয়েছি। তদন্ত এখনো চলমান এবং চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্তে কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদী থেকে দুই জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধপাহাড়ের বাঁকে কুরচির শুভ্র হাসি