চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতার বালু মহালে হামলা চালিয়ে অফিস কক্ষ ভাঙচুর ও ২ লাখ ৭০ হাজার টাকা লুট করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বড়উঠান শাহমীরপুর এলাকায় বিএনপি নেতা মোমিনুর রশীদ চৌধুরীর বলাকা ইন্টারন্যাশনাল বালু মহালের অফিসে এ ঘটনা ঘটে। এ সময় আটজন আহত হয়েছেন।
আহতরা হলেন- বালু মহলের মালিক বিএনপি নেতা মোমিনুর রশীদ চৌধুরী (৪৫), আমিনুল রশীদ চৌধুরী (৪৪), মো. হোসেন (৩৫), মো. নাছির (৪০) ম্যানেজার মোঃ লিটন (৫০), ড্রাইভার মো. সাদ্দাম (৩০) আরেক ড্রাইভার রবি (৩৫) ও মোঃ জাহাঙ্গীর (৩০)।
ভুক্তভোগীদের দাবি গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে দৌলতপুর গ্রামের একটি কমিউনিটি সেন্টারে ৪-৫ জন বালু মহালের মালিক মোমিন চৌধুরীর কাছে সরাসরি এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকি দেন।
মঙ্গলবার রাতে হুমকি দিয়ে আজ বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে ৫০-৬০ লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপস্থিতিতেই মোমিন চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান বলাকা ইন্টারন্যাশনাল বালু মহালে হামলা চালায়। এ সময় ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেন হামলাকারীরা।
বালু মহালের মালিক মোমিন চৌধুরী ও মো: নাছির বলেন, ৫০-৬০ লোক আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের অফিস ভাঙচুর ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমরা ৮ জন আহত হয়। তারা সবাই সিএনজি ও রিকশায় করে আসেন।
তাদের সবার হাতে লাঠি, চুরি, চাইনিজ কুড়াল, রামদা ছিল। এর আগের দিন তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী মোমিন চৌধুরী বড়উঠান ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং নাছির ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।
ঘটনার সময়ে উপস্থিত থাকা পুলিশ সদস্য আলতাফ হোসেন বলেন, আমরা মাত্র ৩জন পুলিশ ছিলাম। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে গেলে বালু মহালের লোকদের নিরাপত্তা দেওয়াটাই জরুরি ছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঘটনাস্থল থেকে কিরিচ ও কিছু লাঠিসোঁটা জব্দ করেছি।
এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি বলেন, বিষয়টি প্রথম আপনার থেকে শুনলাম। এ বিষয়ে আমি কোনো কিছুই জানি না। আর তারা এ ঘটনায় কেন আমাকে জড়িয়ে নিচ্ছে আমি বলতে পারতেছি না।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।