হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান গতকাল মঙ্গলবার নগরের চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় ও এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম কিডনি হাসপাতাল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও মেঘনা এক্সেসরিজের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ কামালুর রহমান, কাফকোর প্রাক্তন সিইও প্রকৌশলী আজিজুর রহমান চৌধুরী, এস জেড এইচ এম ট্রাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ–সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন ও কেন্দ্রীয় সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল।
অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে সবার জন্য শিক্ষা প্রকল্প ২০২৪ খাতে ১৪ শিক্ষা প্রতিষ্ঠানকে, জটিল ও কঠিন রোগে আক্রান্ত ৭জনকে চিকিৎসা সহায়তা, ৫টি মসজিদ নির্মাণে সহায়তা, ৩জন দুর্দশাগ্রস্ত আলেমকে সহায়তা, ৩জন গৃহহীনকে গৃহ নির্মাণে সহায়তা, কন্যার বিবাহের জন্য ১০জনকে সহায়তা, ১টি শেল্টার হোম, ১জনকে শিক্ষাবৃত্তি, ব্যবসায়িক পুঁজি সহায়তাসহ মোট ৪৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৪ লক্ষ ৩৫ হাজার টাকা সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (দ.) এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্্রাসার শিক্ষার্থী মোহাম্মদ সায়েম ও জামিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।