আজ পুতুলের বিয়ে

হাফিজুর রহমান | বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

লাল শাড়ীতে লাল টুকটুকে

সাজিয়ে রেখেছে বউ,

বিকেল বেলায় আসবে বর

নাচছে খুশিতে মৌ।

পাশের বাড়ির বরের সাথে

আজকে পুতুল বিয়ে,

টুম্পা আসবে সেজেগুজে

কনের গহনা নিয়ে।

বরের মাথার হলদে মকুট

মৌ বানিয়েছে নিজে,

পরে নিলে মানাবে দারুণ

দেখতে তা কীযে!

মা রাঁধছে গুড়ের পায়েস

ঘ্রাণ ছড়িয়েছে সবে,

শেষ হয়েছে প্রস্তুতি সকল

দারুণ মজার হবে।

পূর্ববর্তী নিবন্ধছুটির দুপুর
পরবর্তী নিবন্ধবাঁধন ছেঁড়া পাখি