হাসিনার ডিগ্রি বাতিলের চিন্তা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের

| বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৪:৫১ পূর্বাহ্ণ

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। ধারণা করা হচ্ছে, হাসিনাকে দেওয়া ডিগ্রিটি বাতিল করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) শেখ হাসিনাকে সম্মানসূচক আইন ডিগ্রি ‘অনারারি ডক্টর অব ল’স’ প্রদান করে। সে সময় তিনি প্রথম মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। মূলত তার নেতৃত্বগুণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং উন্নয়নের জন্য তার অবদানের স্বীকৃতিস্বরূপ এ ডিগ্রি দেয় এএনইউ। খবর বাংলানিউজের।

১৯৯৬ ও ২০০১ মেয়াদে শেখ হাসিনার সরকার কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ ও অগগ্রতি করে। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ সরকার প্রধানের গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান, শান্তি প্রক্রিয়া, নারী শিক্ষা ও ক্ষমতায়ন, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির বিষয়টিকে গুরুত্ব দিয়েই তাকে অনারারি ডক্টর অব ল’স ডিগ্রি প্রদান করে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস এক প্রতিবেদনে জানায়, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা অভিযুক্ত হন। ফলে এএনইউর অনারারি কমিটি তাকে দেওয়া অনারারি ডক্টর অব ল’স ডিগ্রি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এর সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়নি। তাই এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে না তারা।

পূর্ববর্তী নিবন্ধএমওইউ নবায়ন করবে কাতার
পরবর্তী নিবন্ধপটিয়ায় সাড়ে ৫ হাজার ডিম নিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান