চট্টগ্রাম তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা’র বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ উদ্যোগে সারাদেশব্যাপী “অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০২৫” এর অংশ হিসেবে আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম এম এ আজিজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া প্রতিভা বাছাই কার্যক্রম।
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান কিশোর ক্রীড়াবিদদের খুঁজে বের করা এবং ভবিষ্যতের জন্য তাদের গড়ে তোলা। এ বছর বাছাই কার্যক্রমে হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, কাবাডি, ভারোত্তোলন, সাইক্লিং, জিমন্যাস্টিকস, জুডো, দাবা এবং ক্রিকেটসহ মোট ১০টি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।প্রতিটি ডিসিপ্লিন থেকে উপজেলা ও মহানগর পর্যায়ে বাছাইকৃত ১ জন করে শ্রেষ্ঠ খেলোয়াড় জেলা পর্যায়ে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে বিকেএসপি কর্তৃক প্রশিক্ষণের সুযোগ পাবেন।
ইতিমধ্যে নির্দিষ্ট সময়সীমার ভিতর তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে আগ্রহী খেলোয়াড়রা।
আগ্রহী খেলোয়াড়দের বয়স ০১ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব-১৬ হতে হবে (যাদের জন্ম ০১/০১/২০০৯ তারিখের পরে)।প্রার্থীকে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন/এনআইডি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, এবং অভিভাবকের অনাপত্তিপত্রসহ তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে।
বাছাইকৃত খেলোয়াড়দের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত জেলার শ্রেষ্ঠ প্রতিভাবানদের নাম জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর প্রেরণ করা হবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা বিকেএসপির এই মহৎ উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।
এই কর্মসূচির মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ তারকা খেলোয়াড় তৈরির পথ সুগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।