বোয়ালখালীতে মেশিনের আঘাতে কারখানা শ্রমিকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:১৪ অপরাহ্ণ

বোয়ালখালীতে শাকপুরা মিলিটারি পুল এলাকায় ‘বিসমিল্লাহ ফেব্রিকস’ কারখানায় মো. বেলায়েত হোসেন (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন হেলাল।

নিহত বেলায়েত হোসেন উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামের ইসহাক মাস্টার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন হেলাল বলেন, বেলায়েত হোসেন শাকপুরা মিলিটারি পুল এলাকার ‘বিসমিল্লাহ ফেব্রিকস’ কারখানায় চাকরি করতো। প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৮টায় কাজে যোগ দেন। বিকেল ৩টার সময় অসাবধানতাবশত কারখানার একটি মেশিনের সাথে মাথায় আঘাত পেয়ে মেঝেতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। এরপর চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে সন্ধ্যা ৬টার সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

কারখানার ড্রাইং ম্যানেজার আবদুর রব বলেন, কাজ করার সময় অসতর্কতা অবস্থায় শুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। বেলায়েত খুব ভাল একজন লোক ছিল। সে কারখানার ড্রাই ফ্লোরে হেল্পার পদে কাজ করত।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ৭
পরবর্তী নিবন্ধবাঁশখালীর সরলে পূর্ব শত্রুতার জের ধরে গোলাগুলি, আহত ৩০