‘চসিক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য’

মেয়রের হাতে ফলাফল হস্তান্তর

| মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স (ডিএইচএমএস) পরীক্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ফলাফল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শাহাদাত হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কলেজের অধ্যক্ষ ডা. এম এইচ আর রেজাউল করিমের নেতৃত্বে কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

গতকাল সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যক্ষ জানান, এ বছর কলেজটি গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। প্রথম বর্ষে মেধা তালিকায় দেশের মধ্যে ১ম ও ৭ম স্থান এবং চতুর্থ বর্ষে ৩য় স্থান অর্জন করেছে কলেজের শিক্ষার্থীরা। তিনি এই অসাধারণ অর্জনকে শিক্ষকদের কঠোর পরিশ্রম, শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং কলেজের সার্বিক মানোন্নয়নের প্রতিফলন বলে উল্লেখ করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন কলেজের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, এই অর্জন শুধু কলেজের জন্য নয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতেও শিক্ষার মান বজায় রেখে আরও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুণ্‌ন রাখতে হবে। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, কলেজের শিক্ষক ডা. অঞ্জন দত্ত, ডা. খোরশেদুল আলম চৌধুরী, ডা. বিকাশ চন্দ্র বণিক, ডা. মোহাম্মদ কামাল হোসেন, ডা. শরীফ জামান, ডা. কাউসার হামিদ, ডা. মো. জুলফিকার হায়দার এবং অফিস কর্মকর্তা মোহাম্মদ সুমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাঁক-ডাকে ইয়াবা বিক্রি, নারী কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি