চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিডিএফ–মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আকুবদন্ডী ফুটবল একাডেমি, কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি,একরাম ফুটবল একাডেমি ও মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে সকালে ২টি এবং বিকেলে ২টি খেলা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় অনুষ্ঠিত খেলায় আকুবদন্ডী ফুটবল একাডেমি ৯–০ গোলের বিশাল ব্যবধানে সাতকানিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা মো. আবুল ফয়সাল তাওহিদ ও সাঈম সিরাজ ২টি করে গোল দেয়। এছাড়া ইসফাক হোসেন তিহান, ফয়সাল উদ্দিন আব্বাস, মো. জুবায়দুল আলম এবং আলহাম হেলাল প্রত্যেকে ১টি করে গোল দেয়। সাতকানিয়া একটি আত্মঘাতী গোলও হজম করে। সকাল ১০টায় অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় কুয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি ১–০ গোলে বাঁশখালী ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা অনুপ্ত বৈদ্য হিমেস। বিকাল ৩টায় অনুষ্ঠিত খেলায় একরাম ফুটবল একাডেমি টাইব্রেকারে ২–১ গোলে ডায়নামিক ফুটবল একাডেমিকে পরাজিত করে। দিনের চতুর্থ খেলায় মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪–৩ গোলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। আজও টুর্নামেন্টের চারটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে: বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি–নেমা ফুটবল একাডেমি (সকাল–৯টা), মোহরা ফুটবল একাডেমি–চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি (সকাল–১০টা),এ প্লাস ফুটবল একাডেমি–চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি (বিকাল–৩টা), শিকলবাহা ফুটবল একাডেমি–বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি (বিকাল–৪টা)।