মীরসরাইয়ে কালবৈশাখী, ঘরবাড়ি ও বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি

উপড়ে গেছে ২৫ বৈদ্যুতিক খুঁটি, একটি গরুর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৪:৫৪ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গতকাল সোমবার ভোর ৬টা থেকে প্রায় ৭টা নাগাদ এই কালবৈশাখী ঝড় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভাব্যাপী বয়ে যায়। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ উপজেলা প্রশাসনের।

সরেজমিনে দেখা যায়, ঝড়ে পুরো উপজেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হাসিম নগর এলাকায় বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি গাছ পড়ে মৃত্যু হয়েছে একটি গরুর। আবার উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরত মডেল হাই স্কুলের একটি একাডেমিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টিনের চাল উড়ে গিয়ে শ্রেণিকক্ষ, আসবাবপত্র এবং শিক্ষাসামগ্রীর ক্ষতি হয়েছে, যা বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করবে।

এছাড়া সাহেরখালী, ওচমানপুর, হাইতকান্দি, মঘাদিয়া, খৈয়াছরা এবং ওয়াহেদপুর এলাকার বিভিন্ন গ্রাম থেকে গাছপালা, বৈদ্যুতিক খুটি, কাঁচাঘর, গোয়ালঘর, রান্নাঘর পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পল্লী বিদ্যুতের মীরসরাই ও বারৈয়ারহাট জোনাল অফিসের অধীনে এলাকায় ২৫টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে।

এই বিষয়ে মীরসরাই পল্লী বিদ্যুতের ডিজিএম আদনান হোসেন বলেন, অনেক স্থানে গাছ পড়ে লাইন নষ্ট হয়ে গেছে। তবুও ঝড়ের পর থেকেই বিদ্যুতকর্মীরা কাজ করছে। এখন পর্যন্ত অধিকাংশ লাইন চালু করা সম্ভব হয়েছে। অবশিষ্ট লাইনগুলো যথা সম্ভব দ্রুত চালু করার চেষ্টা অব্যাহত রয়েছে।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, কালবৈশাখীতে ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। তথ্য সংগ্রহ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমিরাজ-নাহিদের বোলিংয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকার্গো হ্যান্ডলিং চাহিদার সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা