ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ১৯ এপ্রিল কেন্দ্রের সেমিনার কক্ষে ‘মাস্টারিং লিডারশীপ এক্সিলেন্স ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এল জে ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশন–ট্রাভেলার ডট কম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম। সেমিনারে কেন্দ্রের ভাইস– চেয়ারম্যান প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস– চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম এবং প্রাক্তন ভাইস– চেয়ারম্যান প্রকৌশলী এ.এস.এম. নাসিরুদ্দীন চৌধুরী বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত দেশসমূহ বিশ্বকে হাতের মুঠোয় রেখেছে। আধুনিক বিশ্বে নিজস্ব অবস্থান সৃষ্টি করতে দেশের প্রকৌশল ও প্রযুক্তির ভূমিকা অপরিসীম। তিনি প্রকৌশল ব্যবস্থাপনায় সৎ, নৈতিক, দক্ষ ও ভিশনারী নেতৃত্ব সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি প্রকৌশলী সমাজকে আত্মবিশ্বাস ও দূরদর্শিতার মাধ্যমে নেতৃত্ব প্রদান করে দেশী–বিদেশী কর্পোরেট ও প্রযুক্তি অঙ্গনে ভূমিকা রাখার লক্ষে নৈতিকতা ও দক্ষতা অর্জনে করণীয় বিষয়ে তত্ত্ব–উপাত্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, জাতীয় জীবনে সুশাসন ও সৎ নেতৃত্বে চরম সংকট চলছে। ফলে পুরো দেশবাসীকে খেসারত দিতে হচ্ছে। স্বাধীনতার পর সৎ ও গণতান্ত্রিক নেত্বত্বের অভাবে দেশ অনেক পিছিয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রযুক্তির প্রসার ঘটানোর পাশাপাশি সৎ ও সুযোগ্য নেতৃত্ব প্রদানের জন্য নিজেকে তৈরী করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি জুলাই–২০২৪ এর স্মৃতি ধারণ করে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে তরুণ ও যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। কেন্দ্রের চেয়ারম্যান সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করায় মূল প্রবন্ধকারকে ধন্যবাদ জানান। প্রশ্নোত্তর পর্বে প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকৌশলী মহিউদ্দিন কাদের ও প্রকৌশলী আরিফুল ইসলামসহ উপস্থিত প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। সম্মানী সহকারী প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন মূল প্রবন্ধকারের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রকৌশলী কর্মকর্তাবৃন্দ, কাউন্সিল সদস্যগণ এবং প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।