পরিবেশ ছাড়পত্র ব্যতীত ইটভাটা স্থাপন ও পরিচালানা করার অপরাধে পরিবেশ আইনে ২০২১ সালের একটি পরিবেশ মামলার সাজাপ্রাপ্ত ইটভাটা মালিক ফোরকান মেম্বার (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব–০৭।
গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় রাউজান পৌরসভার জলিল নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত আসামি ফোরকানকে রবিবার রাতে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি ফোরকান উদ্দিন মেম্বার রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদর গ্রামের খুলাল পন্ডিতের বাড়ির নোয়া মিয়া সারাংয়ের ছেলে এবং সাবেক ইউপি সদস্য।
সূত্র জানায়, রাউজান উপজেলার ০১ নং হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা এলাকায় অবস্থিত এবিএম কোয়ালিটি ব্রিকস ইন্ডস্ট্রিজ নামক ইটভাটার মালিক ফোরকান মেম্বারের বিরুদ্ধে রাউজান থানায় পরিবেশ আইনে একটি মামলা হয়। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ (০১) এর টেবিলের ১২ ধারায় ৫ লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি জরিমানা প্রদান না করায় গত ২৪ সালের ১ সেপ্টম্বর তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে র্যাব–৭ এর একটি দল তাকে গ্রেপ্তার করে রাউজান থানায় হস্তান্তর করেন। এ প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ বলেন, র্যাব–০৭ এর একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি ফোরকান মেম্বারকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। সোমবার (আজ) চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।