নগরীতে ব্যাটারি রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে সিএমপি। পুলিশ কমিশনারের নির্দেশনায় নগরীর চারটি ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করছে। গত দুইদিনে বিপুল সংখ্যক ব্যাটারি রিকশা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নগরীতে দীর্ঘদিন ধরে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য চলছে। কোনো ধরনের নিয়ম কানুনের তোয়াক্কা না করে এসব ব্যাটারি রিকশা চলাচল করছে। দূরন্ত গতির এই রিকশাকে নিয়ন্ত্রণের যথোপযুক্ত ব্রেক সিস্টেম এতে নেই। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া সম্পূর্ণ অদক্ষ চালকরা এসব গাড়ি নিয়ে রাস্তায় নামে। শিশুরাও এ রিকশা নিয়ে নেমে পড়ছে রাস্তায়। এগুলোর কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই, নেই হিসেব নিকেশও। এদের কাছ থেকে সরকার কোনো রাজস্বও পায় না। বরং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে অধিকাংশ রিকশা। বিদ্যুৎ খেকো রিকশাগুলো নানাভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও দিনে দিনে তা আরো বেপরোয়া হয়ে উঠছে। নগরীতে অন্ততঃ ৫০ হাজার ব্যাটারি রিকশা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এসব রিকশা নগরীর যানজট ছাড়াও যান চলাচলকে যথেষ্ট হুমকিতে ফেলছে।
সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ব্যাটারি রিকশার বিরুদ্ধে পুলিশ অভিযান চালাচ্ছে। আমরা বিপুল সংখ্যক ব্যাটারি রিকশা জব্দ করেছি। অনেক চালক পুলিশ দেখে রাস্তায় গাড়ি ফেলে পালিয়ে গেছে। আমরা সবগুলো রিকশা জব্দ করছি। নগরীর যান চলাচলের স্বার্থে ব্যাটারি রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।