খাগড়াছড়ি সচেতন ছাত্র সমাজের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

তরুণীকে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

রাঙামাটির কাউখালীতে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘খাগড়াছড়ি সচেতন ছাত্র সমাজ’। গতকাল শনিবার বিকেলে য়ংড বৌদ্ধ বিহার এলাকা থেকে মিছিলটি বের হয়ে পানখাইয়া পাড়া সড়কের মোড়ে আসলে তা পুলিশি বাধার মুখে পড়লে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চম্পা মারমা নামে এক শিক্ষার্থী বলেন, যে মারমা তরুণীকে ধর্ষণ করেছে আমরা তার বিচার চাইছি। আপনারা ধর্ষককে গ্রেপ্তার না করে আমাদের প্রতিবাদ মিছিলে বাধা দিচ্ছেন। আমরা এদেশের নাগরিক হয়েও সুষ্ঠু বিচার পাচ্ছি না। আমরা অভিযুক্ত ধর্ষকের কঠিন শাস্তি চাই।

পুলিশি বাধার সমালোচনা করে মারমা স্টুডেন্টস কাউন্সিল খাগাড়ছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক উক্যনু মারমা বলেন, আজকে আমাদেরকে রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ করতে দেয়নি। খাগড়াছড়িতেও একই অবস্থা। এর আগে ফ্যাসিস্ট সরকারের আমলে ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটেছে একটিরও বিচার হয়নি। এ বিচার বহির্ভূত সংস্কৃতি একদিনে তৈরি হয়নি। পাহাড় ও সমতলে ধর্ষণের ঘটনা ঘটেছে। অবিলম্বে কাউখালিতে সংঘটিত ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, নিরাপত্তার শঙ্কায় আমরা পানখাইয়া মোড়ে মিছিলটি আটকে দিয়েছি। তারা সেখানেই সমাবেশ করেছে।

পূর্ববর্তী নিবন্ধজনগণকে ভালো জনপ্রতিনিধি বাছাই করতে হবে : জোনায়েদ সাকি
পরবর্তী নিবন্ধছিনতাইকারী গ্রেপ্তার