সাইফুদ্দিন-সানাউল্লাহ পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

ইসলামাবাদ টাউন কো-অপারেটিভ সোসাইটি

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ at ৯:৫৮ পূর্বাহ্ণ

ইসলামাবাদ টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সাইফুদ্দিনসানাউল্লাহ পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। সভাপতি পদে এ এ এম সাইফুদ্দিন, সহসভাপতি পদে অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, সদস্যরা হলেন মোহাম্মদ আলাউদ্দিন, মো. ইসমাইল, মো. ওমর আলী ফয়সাল, মো. দিদারুল আলম, মো. নাসির উদ্দিন, শহিদুল ইসলাম, সৈয়দ মো. সোহেল উদ্দিন প্রমুখ।

শামীমবাদল পরিষদ ও সাইফুদ্দিনসানাউল্লাহ পরিষদ নামে দুটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। নগরীর চেরাগী পাহাড়ে মনিরুজ্জামান ইসলামাবাদী উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট হয়। নির্বাচনে সাইফুদ্দিনসানাউল্লাহ পরিষদ পূর্ণ প্যানেল জয় লাভ করে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিজয় কৃঞ্চনাথ। কমিশন সদস্য ছিলেন মো. ওসমান গণি ও সুমন কুমার বিশ্বাস। উল্লেখ্য, সংগঠনের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ বেতনধারী পদ, তাই এ দুটি পদে নির্বাচন হয় না।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের তারুণ্যের প্রশংসা মিলল নাসার বাণীতে
পরবর্তী নিবন্ধটঙ্গীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার