মানবতাকে রক্ষার জন্য বিশ্ববাসী গাজার গণহত্যা রুখতে এক হও এই স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনির গাজায় সাধারন মানুষের উপড় ইসরাইলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে কুতুবুল আকতাব হজরত শাহ সুফি আমানত খান এর আ্ওলাদেপাকগন ও ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বাদে জুমা নগরীর হজরত শাহ সুফি আমানত খান (রহ:) মাজার শরীফ প্রাঙ্গনে আওলাদেপাক শাহাজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওলাদেপাক ও মোতোয়ালী আলহাজ্ব শাহাজাদা ফরিদ উদ্দিন আলী খান, শাহাজাদা ইজাজউদ্দিন মো: আজিম খান মোজাদ্দেদী। সমাবেশে শাহাজাদা তাহের মিয়া, শাহাজাদা নেয়ামত উল্লাহ খান, শাহাজাদা সালামত উল্লাহ খান, মুনিরুল ইসলাম অপু সহ আশেকান, ভক্ত ও মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আওলাদেপাক, মোতোয়াল্লী আলহাজ্ব শাহজাদা এনায়েদ উল্লাহ খান।