জনসাধারণের চলাচলের পথ অবমুক্ত করার পদক্ষেপ নিন

| শনিবার , ১৯ এপ্রিল, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার চ.সি কর্পো: ১নং ওয়ার্ডের নন্দীরহাট এলাকার বাদামতলে সরকারি সম্পত্তি দখলে রেখে ঐ সরকারি সম্পত্তির পার্শ্ববর্তী লাগা মালিকানাধীন সম্পত্তি দখলের পাঁয়তারা অভিযোগ পাওয়া গেছে। উক্ত সরকারি সম্পত্তির পরিমাণ ৩। যা বি এস খতিয়ান (নং৩৫১২, দাগ২৭২০/২৮২১) মতে, সুধীর চন্দ্র দে : পিতা দ্বারিকামোহন দে, হাল সাং ভারত পক্ষে বাংলাদেশ সরকার ১, অনাবাসিক সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ আছে। যা সরকারি সম্পত্তি হয়। যা বর্তমানে বিজ্ঞ হাটহাজারী জজ আদালতে ৩৭২/২০২৩ ইং মামলা বিচারাধীন রয়েছে। উক্ত সরকারি সম্পত্তি ওই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি সরকারি সম্পত্তি দখল করে ভুয়া দলিল বানিয়ে সরকারি সম্পত্তিতে ঘরভাড়া সহ পুকুরের মাছ চাষ করে অর্থ উপার্জন করে আসছিল। উক্ত সরকারি সম্পত্তির সাথে লাগা পার্শ্ববর্তী মালিকানাধীন সম্পত্তি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহন লাল সরকারের অসুস্থতার সুযোগ নিয়ে তার বসত ভিটা দখল করার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা চালায়। ওই শিক্ষক ১৯৮৫ সালে জায়গা ক্রয় করে বসবাস করে আসছিলেন। ওই শিক্ষকের বসত ভিটা দখল করতে না দেওয়ায় সরকারি সম্পত্তির ওপর জনসাধারণের যে চলাচলের পথ আছে তা দীর্ঘদিন ধরে বন্ধ করে ওই চলাচলের পথের ওপর স্থাপনা নির্মাণ করে দখল করে ওই শিক্ষক ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি সহ হেনস্তা করার অভিযোগ পাওয়া যায়। এবং নিজেদের পারিবারিক শ্মশান থাকা সত্ত্বেও ভুক্তভোগীর বাড়ির সামনে পুলিশের ওসির বারণ করা সত্ত্বেও সন্ত্রাসী এনে জোরপূর্বক তিনটা শ্মশান দিয়ে পারিবারিক কবরস্থান/শ্মশান বানাচ্ছে যা অন্যায় ও অমানবিক।

এমতাবস্থায়, প্রশাসনের নিকট আবেদন, উক্ত ভিপি সম্পত্তি দখলমুক্ত করে ও জনসাধারণর চলাচলের পথ অবমুক্ত করে ভূমিদস্যুদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিন।

সঙ্গীতা নীপা

নন্দীরহাট, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধনরেন্দ্র দেব : কবি ও সাহিত্যিক
পরবর্তী নিবন্ধআমরা করব জয়