প্রবাসীদের ৮০% সমস্যা যায় ঢাকা থেকে : পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা

আজাদী ডেস্ক | শনিবার , ১৯ এপ্রিল, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

প্রবাসী বাংলাদেশিরা বিদেশ গিয়ে যেসব সমস্যায় পড়েন, তার সিংহভাগই দেশের মাটি থেকে তৈরি করে পাঠানো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল শুক্রবার ফরেন সার্ভিস দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা যেসব কর্মী বিদেশে পাঠাই, তাদের ৮০ শতাংশ সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই। ২০ শতাংশ সমস্যা তৈরি হয় যাওয়ার পরে। কিন্তু সেই ১০০ শতাংশ সমস্যা সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর ওপর এসে পড়ে। অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে, আমার যদি ৫০ জন লোক থাকে সৌদি আরবে, আমি কী করে ১০ লাখ সমস্যা সমাধান করব? কাজেই, সমস্যাটা যেন কম হয়, সেটা ঢাকা থেকে শুরু করতে হবে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

অনুষ্ঠানটি হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে বাংলাদেশের বিদেশি মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তৌহিদ হোসেন। সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, আমি আমার সহকর্মীদেরকে বলব, যে লোকটা আপনাদের কাছে সহায়তার জন্য আসে, সে কিন্তু শখ করে আসে না। কিছু লোকজন সমস্যা সৃষ্টি করার জন্য এলেও বেশিরভাগ লোক আসে অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়ে। আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে, সেই লোকটা যেন সহায়তাটা পায়।

মিশনগুলোতে লোকবল বাড়ানোর পরিকল্পনায় উপদেষ্টা পরিষদের সায় থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের সীমাবদ্ধতা আছে। আমাদের সম্পদের অভাব, আমাদের লোকবলের অভাব। ২০ লাখ থেকে এক কোটিতে উঠেছে আমাদের প্রবাসীর সংখ্যা। আমাদের লোকবল কতটুকু বাড়াতে পেরেছি আমাদের মিশনগুলোতে!

একাত্তরের ১৮ এপ্রিল কূটনীতিকদের বিদ্রোহের কারণে মুক্তিযুদ্ধে ভিন্নমাত্রা পাওয়ার কথা তুলে ধরে সাবেক রাষ্ট্রদূত তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের প্রতি কূটনীতিকদের আনুগত্য প্রকাশ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অন্যরকম মাত্রা পেয়েছিল। সারা বিশ্ব বিষয়টাকে সেভাবেই দেখেছে।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, এ মুহূর্তে রাজনৈতিক পরিবর্তন ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। এ প্রেক্ষাপটে আমাদের সবার দায়িত্ব আরও বেড়েছে। বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি রক্ষা করা এবং কূটনৈতিক পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা : রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদেরকে এড়িয়ে যেতে। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। রেমিট্যান্সের ব্যাপারে তিনি বলেন, ১৯৮০এর দশকে এক বিলিয়ন ডলার রপ্তানি ছিল। বর্তমানে ৬০ বিলিয়ন ডলার, যেখানে কিছুটা হলেও দূতাবাসের ভূমিকা আছে। এছাড়া সীমাবদ্ধতা সত্ত্বেও এক কোটি প্রবাসী দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর পালাল স্বামী
পরবর্তী নিবন্ধটেকনাফে ঘরের দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার