২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণের দক্ষিণ আমেরিকার প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন কনকাকাফ সভাপতি ভিক্টর মনটাগ্লিয়ানি। উত্তর ও মধ্যা আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৪১ সদস্য বিশিষ্ট কনফেডারেশনের প্রধান মনটাগ্লিয়ানির আগে উয়েফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এ সম্পর্কে মনটাগ্লিয়ানি বলেন, আমি মনে করি না বিশ্বকাপে ৬৪টি দেশের অংশগ্রহণের বিষয়টি খুব একটা ভালো সিদ্ধান্ত হবে। জাতীয় দল থেকে শুরু করে ক্লাব প্রতিযোগিতা, লিগ ও খেলোয়াড়দের ওপর এর বিরুপ প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেঙিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ৩২টি দেশের পরিবর্তে ৪৮টি দেশ অংশ নিবে। কিন্তু কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিনগুয়েজ সমপ্রতি ২০৩০ বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৬৪টি করার প্রস্তাব করেন। এ সম্পর্কে ডোমিনগুয়েজ বলেন বিশ্বকাপের শতবর্ষী আয়োজনে এটি একটি ভিন্ন মাত্রা যোগ করবে। ২০৩০ বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোতে আয়োজিত হবে। এছাড়া বিশেষ বিবেচনায় দক্ষিণ আমেরিকান তিনটি দেশেও বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। মনটাগ্লিয়ানি বলেছেন এখনই বিশ্বকাপের পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনার সময় আসেনি। এ সম্পর্কে তিনি বলেন, আমরা এখনো ৪৮ দলের বিশ্বকাপ শুরু করিনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি না এই মুহূর্তে ৬৪ দল নিয়ে চিন্তা করার সময় এসেছে।