পহেলা বৈশাখে বর্ণিল বর্ষবরণ

বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষকে বর্ণিলভাবে বরণ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার বলেরছন, পহেলা বৈশাখে শিক্ষা প্রতিষ্ঠানে শপথ হোক, পুরাতন সিলেবাস দ্রুত শেষ করে নতুন সিলেবাস শুরু করা। আগামীতে বর্ষবরণ অনুষ্ঠানে একাডেমিক ফ্লেভার যুক্ত করার চেষ্টা করা হবে। তিনি গত ১৪ এপ্রিল জারুলতলা প্রাঙ্গণে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চবি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বাংলা নববর্ষে চবি পরিবারের সদস্যবৃন্দ এবং দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ জানান। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক গৌরবের প্রতীক। দিনটি আমাদের জাতিগত পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ ও নবজাগরণের প্রেরণার উৎস। তিনি বৈশাখের প্রথম প্রহরে ‘এসো হে বৈশাখ’ গানে পুরাতন বছরের ক্লান্তি ও দুঃখ ভুলে নতুন আশার আলোয় এগিয়ে চলার শপথ গ্রহণের আহ্বান জানান। তিনি প্রশ্ন রেখে আরও বলেন, আমাদের দেশে কি গীতিকারের এতই দুর্ভিক্ষ? ‘এসো হে বৈশাখ’ এ গানের পাশাপাশি আর কোনো গান কি গীতিকাররা রচনা করতে পারেন না? তিনি বাংলা সংস্কৃতিকে ধারণ, লালন ও চর্চা করার আহ্বান জানান। চবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফরউল্ল্যা তালুকদার, স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি প্রক্টর ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্যসচিব প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

দিনব্যাপী বৈশাখী ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়। চবি স্মরণ চত্বর থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শাহাদাৎ হোসাইন ও নিঝুম।

চট্টগ্রাম প্রেস ক্লাব : বিপুল উৎসাহউদ্দীপনা এবং জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হলো চট্টগ্রাম প্রেস ক্লাবের বৈশাখী উৎসব। অনুষ্ঠানের ফাঁকে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম। বক্তব্য দেন, চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম এবং গোলাম মাওলা মুরাদ, ওয়াহিদ জামান, আবু মোশাররফ রাসেল, হাসান মুকুল, মোহাম্মদ আলী, এ কে এম জহুরুল ইসলাম, মুহাম্মদ আজাদ, শান্তনু বিশ্বাস, জাহাঙ্গীর আলম। চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিমউদ্দিন, বিএমএ’র সাবেক সভাপতি ডা. খুরশীদ জামিল, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, রোটারিয়ান জসীম উদ্দিন, ব্যবসায়ী ইকবাল শিকদার মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রেস ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন। সঞ্চালনা করেন সোহাগ কুমার বিশ্বাস ও ফারুক মুনির। সংগীত পরিবেশন করেন নজরুল সঙ্গীত শিল্পী ফরিদা করিম, মিরাক্কেল তারকা আরমান, ফাহমিদা ইয়াসমিন, প্রিয়াংকা, অপূর্ব বড়ুয়া, অনামিকা প্রমুখ। আবৃত্তি শিল্পী মোসতাক খন্দকার আবৃত্তি পরিবেশন করেন। মুকাভিনয় করেন কর্ণফুলী থিয়েটার। বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন শব্দচারী আবৃত্তি অঙ্গন।

চুয়েট : চুয়েটে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । এবার প্রথমবারের মতো বিভিন্ন হল থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী নববর্ষের ফেস্টুন, প্ল্যাকার্ড, বাঁশি নিয়ে আনন্দে মেতে েশাভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। গত ১৪ এপ্রিল প্রশাসনিক ভবন২ এর সামনে থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শেষে শুভেচ্ছা বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া উপস্থিত সকলকে বাংলা নববর্ষের জানান। বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। সঞ্চালনায় ছিলেন উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে পান্তা ভোজন, ঘুড়ি উড়ানো উৎসব ইত্যাদি।

জেলা শিশু একাডেমি : বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে গত ১৪ এপ্রিল শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শিশু একাডেমির বিভিন্ন স্তরের কর্মচারী, প্রশিক্ষকপ্রশিক্ষনার্থী ও শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় শিশুদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন। শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে শিশু একাডেমিতে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও চান্দগাঁও ভূমি সার্কেলের সহকারী কমিশনার মো. ইউসুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াহিদুল হক চৌধুরী ও সিএমপি’র উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) নেছার উদ্দিন আহমেদ, জেলা আনসারভিডিপি কমান্ডার মো. আবু সোলায়মান ও জেলা মহিলা বিষয়ক উপপরিচালক আতিয়া চৌধুরী।

চিটাগাং উইম্যান চেম্বার : চিটাগাং উইম্যান চেম্বারের ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠান গত মঙ্গলবার চেম্বারের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চেম্বারের সদস্যবৃন্দ। চেম্বারের প্রেসিডেন্ট আবিদা সুলতানা সকলকে ঈদ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন উদ্যোগ, নতুন স্বপ্ন। পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির প্রতীক হলেও, উদ্যোক্তাদের কাছে এটি নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তিনি আরো বলেন, পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য বহিঃপ্রকাশ। উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নূরজাহান রোজী ও শামীম মোর্শেদ, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), সাবিনা ইকরাম সিরাজী, নূর আক্তার জাহান, নাসরিন সুলতানা চৌধুরী, নূজহাত নূয়েরী কৃষ্টি, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, প্রাক্তন পরিচালক ও সদস্যবৃন্দ।

চিটাগাং ক্লাব : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চিটাগাং ক্লাবে বাংলা বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি উদযাপন করা হয়। ক্লাব সদস্যরা অত্যন্ত অনন্দঘন পরিবেশে বরণ করে নেয় বাংলা নববর্ষ ১৪৩২ সালকে। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। তিনি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, হাজার বছরের বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণ শুধু পালনের নয়, উপলব্দিরও বিষয়। তিনি স্ব স্ব অবস্থানে থেকেও সকলকে সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব জেনারেল কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দুল আনোয়ার ফরহাদ, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আকরাম, জাবেদ হাশেম নান্নু, চৌধুরী এম মাহতাব উদ্দিন (হুমায়ুন), এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাসান জামান, মোহাম্মদ তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন ছাড়াও চিটাগাং ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিনোদন উপ কমিটির আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু।

আইইবি চট্টগ্রাম কেন্দ্র : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষ বরণ উপলক্ষে কেন্দ্রের মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইসচেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম এবং প্রকৌশলী খান মো.আমিনুর রহমান বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম সম্মানিত অতিথি ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান।

নরেন আবৃত্তি একাডেমি : বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নরেন আবৃত্তি একাডেমির আয়োজিত এক বৈশাখী উৎসব সিজেকেএস মুক্ত মঞ্চ পরিণত হয় সুর, ছন্দ ও বর্ণের এক মিলনমেলায়। দিনব্যাপী পরিবেশনায় ছিল একক ও দলীয় আবৃত্তি, লোকনৃত্য, সংগীত, এবং মূকাভিনয়।অংশগ্রহণ নরেন আবৃত্তি একাডেমি, প্রমা আবৃত্তি সংগঠন, সাইলেন্স থিয়েটার , সুর চক্র , ঘুঘুর নৃত্য কলা , সুর চক্র , দ্যা স্কুল অফ ফোক ড্যান্স, সুরাংগন বিদ্যাপীঠ, মাধুরী নৃত্যকলা একাডেমি , যোগসূত্র কলাকেন্দ্র , নৃত্যরঙ , নৃত্যময়ী , লাকি ডায়না , সৃষ্টি কালচার , দেবাঞ্জলী সংগীত একাডেমী। শিশুকিশোরদের অংশগ্রহণে মঞ্চ ছিল প্রাণবন্ত, আর অভিজ্ঞ শিল্পীদের আবৃত্তি ও অভিনয়ে মুগ্ধ হন দর্শকরা। দর্শকের চোখে পড়ার মতো ছিল সাইলেন্স থিয়েটারের ২০ মিনিটব্যাপী প্যালেস্টাইন নিয়ে মূকাভিনয়। হ্যাপি চৌধুরী ও ইশফাক শুভর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ সেকান্দর, আলাউদ্দিন ফরহাদ, সৈয়দ হোসেন বাবু, দিদারুল আলম, মারওয়া আনজুমানে জান্নাত, প্রবাল চৌধুরী, প্রসেনজিৎ বড়ুয়া।

সোনাপাহাড় : সোনাপাহাড়ের উদ্যোগে নানা আয়োজনে নববর্ষকে বরণ করা হয়। মস্তান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীদের সমবেত পরিবেশনা ‘এসো হে বৈশাখ এসো হে’ দিয়ে দিনের অনুষ্ঠানের সূচনা হয়। গান পরিবেশন করেন ইকবাল হায়দার, তপন চন্দ্র বর্মণ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, জিললুর রহমান, আকতার হোসেন, রিমঝিম আহমেদ, আহমেদ মুনির, সাবিনা লীনা, আখতারী ইসলাম, খালেদ হামিদী, শারদ মাজহার ও কামরুল হাসান বাদল। সোনাপাহাড়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান আমজাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি পুলক পাল।

ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজ : ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজে নববর্ষ উদযাপন করা হয়। ব্যানার, ফেস্টুন ও বেলুন নিয়ে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ কলেজ ক্যাম্পাসে থেকে বের করা হয়। আনন্দ শোভাযাত্রা শেষে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মেজর কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাসনা বানু বেগম। আলোচনায় অংশ নেন প্রভাষক মো. আসলাম রেজা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মীরসরাই এসোসিয়েশন : হালিশহরস্থ মীরসরাই ভবনে মীরসরাই এসোসিয়েশনচট্টগ্রামের বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাঙালিয়ানায় ভরপুর নানা পদের ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গানে, কবিতায় ও কৌতুকে ভরে ওঠে বাংলা সংস্কৃতির বহুমাত্রিক রূপ। এদিনটি মীরসরাইবাসীর মিলন মেলাও বটে, যেখানে সবাই একত্রিত হয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন।

চট্টগ্রাম লেডিস ক্লাব : চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। গত ১৬ এপ্রিল নববর্ষ উপলক্ষে ‘আনন্দ আয়োজন’ শিরোনামে অনুষ্ঠিত এ আয়োজনে আলোচকরা বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এটি আমাদের চিরায়ত সংস্কৃতি। মানবিক এবং ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা নারীরাও অসামপ্রদায়িক চেতনার প্রধান উৎসব হিসেবে নতুন বছরকে উদযাপন করে থাকি। দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা রাখার চেষ্টা করছি।সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সদস্যা মর্জিনা আখতারের পরিচালনায় ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কথামালা গান কবিতা আবৃত্তিসহ বিভিন্ন স্মৃতিচারণে অংশ নেন সাবেক সভানেত্রী জিনাত আজম, পারভিন জালাল, পারভিন চৌধুরী, মিনু আলম, আখতার বানু ফেন্সী, সৈয়দা শামীম কাদের সুরমা, হাফসা সালেহ, রোকেয়া আক্তার বারী, সেলিনা মাহবুব, মরিয়ম বেগম, ফরিদা ফরহাদ, রিজিয়া আকবর খন্দকার, রোকেয়া জামান, সাহানা আক্তার বীথি, রেহেনা আখতার জুবিলি, শাহীন নিজাম, শামসুন নাহার করিম, রওশন আক্তার , রোকেয়া আহমেদ, নাজনীন আরা, মুনিরা হুসনা, রোকেয়া চৌধুরী, সালমা সাদেক, আশরাফুন্নেসা, আলেয়া চৌধুরী, ইসমত আরা বেগম, হাজেরা আলম মুন্নী, নাজমা সাইদা বেগম, আয়েশা পারভীন চৌধুরী, মাইনু নিজাম, সাকেরা সাদেক, শাহেদা আখতার নাসরীন, ডা. আরীফা চৌধুরী, নাছিমা আক্তার, শাহরিয়ার ফারজানা, লায়লা বেগম প্রমুখ।

বোয়ালখালী সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ : বোয়ালখালী সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় দাশের দিঘির পাড়ে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা, অভিনয় বলিখেলা মোরগ লড়াই মিউজিক্যাল চেয়ার। কথামালায় অংশ নেন জয়নাল ফারুক, সেহাব উদ্দিন সাইফু, সুদর্শন দাশ সাজ্জাদ হোসেন, রুপন দাশ, ইয়াছমিন আকতার। বলিখেলায় সিনিয়র গ্রুপে গত দুইবারের চ্যাম্পিয়ান সবুজ বলি এবারো চ্যাম্পিয়ান হয়, জুনিয়র গ্রুপে শিপন বলি চ্যাম্পিয়ন হয়। বিকালের সেশনে অতিথি ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক কানাই দাশ। আলোচনা করেন শাসশুল আলম,শহীদুল ইসলাম, আমির হোসেন, মোহাম্মদ আলী, জসিমউদদীন শওকত আলী,এনামুল হক মন্‌জু, মদিনা বেগম। সংগীত পরিবেশন করেন ডলি আকতার, নাটিকায় ইয়াছিন আরাফাত, ইফফাত হোসেন অনন্যা, শ্রীকান্ত দে, খুরশি বেগম।

ইছাপুর বাদশা মিয়া চৌধুরী কলেজ : ইছাপুর বাদশা মিয়া চৌধুরী কলেজ মিলনায়তনে বাংলা নববর্ষ উপলক্ষে এক সভা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক বাসুদেব খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এইচ এস অহিদুল আলম। অধ্যাপক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বাঙালির ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি ধারণ করার আহবান জানান। অধ্যাপক সুব্রত কুমার নাথের পরিচালনায় ছাত্রীদের পরিবেশনা ‘ এসো হে বৈশাখ এসো এসো’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রামু সরকারি কলেজ : রামু সরকারি কলেজের বর্ষবরণ অনুষ্ঠানে প্রথম ধাপে ছিল সমবেত জাতীয় সংগীত পরিবেশন ও শোভাযাত্রা। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুপ্রতীম বড়ুয়ার সার্বিক সহযোগিতায় এতে বক্তব্য রাখেন মোবারক হোসেন, দিবস বৈদ্য, মিজানুর রহমান, মানসী বড়ুয়া, ভুবন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ইজত উল্লাহ এবং মানসী বড়ুয়া। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সিডনিতে বৈশাখী মেলা : সিডনিতে গাংচিল মিউজিক আয়োজিত বৈশাখী মেলা ওয়ালি পার্কে টাবু সঞ্জয়ের সার্বিক পরিচালনায় ওমেন কাউন্সিল অস্ট্রেলিয়া ও গাংচিল মিউজিকের সহযোগিতায় গত ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়। নাহিদা ও জুঁই এর সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পর শ্যামলী দে বৈশাখের গান পরিবেশন করে। উপল আমিনের সঞ্চালনায় এবং টাবু সঞ্জয় ও সাজেদা আখতার সানজিদার পরিচালনায বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বাণী পাঠান অস্ট্রেলিয়া সরকারের হোম অ্যাফেয়ার্স, ইমিগ্রেশন ও মাল্টিকালচারাল মন্ত্রী টনি বার্ক। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ.এম বোরহান উদ্দিন, কর্ম স্বাস্থ্য ও নিরাপত্তা মন্ত্রী সফি কষ্টি এমপি, সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কার্ল সালেহ, মাসুদ খলিল, আশিকুর রহমান এশ, . আয়াজ চৌধুরী, মোহাম্মেদ জামান টিটু, জাকির আলম, শ্রাবন্তী কাজী আশরাফী, সুলাইমান দেওয়ান, রেজওয়ান চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আগুনে পুড়ল ১০ গুদাম, দোকান ও ঘর
পরবর্তী নিবন্ধ১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ