অপরিশোধিত ভোজ্যতেল আমদানিতে আগাম কর প্রত্যাহার

| বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:০৮ পূর্বাহ্ণ

ব্যবসায়ীদের দাবি মেনে লিটারে ১৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণের একদিনের মাথায় এ পণ্যের আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অপরিশোধিত পাম তেলের ক্ষেত্রেও এ সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডএনবিআর। মঙ্গলবার এক বিশেষ আদেশে আগাম কর প্রত্যাহার করে সংস্থাটি। তবে আদেশটি গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে।

খবর বিডিনিউজের।

এনবিআরের প্রথম সচিব (মুসক নীতি) মোহা. মসিউর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, এক্ষেত্রে ৫ শতাংশ হারে আগাম কর ছিল। মঙ্গলবার প্রতি লিটার বোতলের সয়াবিন তেলের দাম ঠিক হয়েছে ১৮৯ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতি কেজি পেঁয়াজ বিক্রি ১৮ টাকায়
পরবর্তী নিবন্ধএক ফেরিঘাট, ভোগান্তি ৩৮ বছরের