বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সদস্যদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা গতকাল সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল বারির সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোমিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. শামসুদ্দিন, ক্যাপ্টেন ফরমান উল্লাহ আনসারী, আনোয়ার শাহাদাত, সারওয়ার কামাল, সাব্বির আহম্মেদ, মাসুদ হোসাইনসহ আরও অনেকে। প্রায় ১৫০ জন সাধারণ সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবায় সাধারণ সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন। সদস্যরা বলেন, এটি প্রায় ৮০০ সদস্যের একটি মার্কেট। এখানে সদস্যরা সারা জীবনের সঞ্চয়, পরিবারের গহনা বিক্রি করে, জমি বিক্রি করে, লোন করে কিস্তি দিয়েছে কিন্তু বর্তমান কমিটি সময় মত মার্কেট বুঝিয়ে দিতে পারেনি। ৩৮ বছর শেষ হলেও এখনো মার্কেটের অর্ধেক কাজ বাকি। মার্কেট নিয়ে নানা প্রকার অনিয়ম চলছে। সভায় নতুন সদস্য কল্যাণ ফোরামের কমিটি গঠনের প্রস্তাব ও সকল অধিদপ্তরে চিঠি পাঠানোর প্রস্তাব করা হয়। সভায় মার্কেটের কাজ দ্রুত চালু করা, সদস্যদের কাজ করার ব্যবস্থা করা, মার্কেটের কাজ দ্রুত শেষ করা, ইত্যাদি বিষয়ে আলাপ হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।