বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আমরা চাই ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ। এই ধরনের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অবিরাম লড়াই করে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৫৩ বছরে গড়ে ওঠা জঞ্জাল তথা ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ উপহার দেবেন এমনই প্রত্যাশা জনগণের। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট শুধু একটি বিপ্লব নয়, এটি একটি ঐতিহাসিক মহাবিপ্লব। এই বিপ্লবে দেশের তরুণরা রক্ত দিয়ে স্বাধীনতার নতুন সূচনা ঘটিয়েছে। দেশের মানুষ আবারও ন্যায়ের আলোয় জেগে উঠেছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ভারতের পদলেহন করে কেউ ক্ষমতায় আসতে পারবে না। সোমবার রাতে আগ্রাবাদে ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, দাওয়াতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুক–ই–আযম এবং সঞ্চালনায় ছিলেন থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।