বছর ঘুরে বৈশাখ এলো

সোমা মুৎসুদ্দী | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

বছর ঘুরে বৈশাখ এলো, মেলায় যাবো ঘুরতে

তারই সাথে মন্ডা মিঠাই মুখের ভেতর পুরতে।

আরও আছে নাড়ু,মোয়া জিলিপি ও বাতাসা

মেলায় নাকি ঘুরতে যাবে তরু, তমাল,নাতাশা।

নাগরদোলায় চড়বে সবাই কিনবে নানান খেলনা

বৈশাখ মানে আনন্দ সুখ নয়তো এটা ফেলনা।

মেলার মাঝে পাওয়া যাবে ঢোল বাঁশি আর পাখা

মনটাকে তাই ঘরের মাঝে যায়নাতো আর রাখা।

মাটির পুতুল মাটির হাঁড়ি মাটির নানান পণ্য

রাতের বেলা এসব কিনে মা, খালারা ধন্য।

নতুন জামা নতুন জুতোয় উৎসবে আজ চলবো

আমরা সবাই বাঙালি জাতি সংস্কৃতিতে চলবো।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছর
পরবর্তী নিবন্ধএসো বৈশাখ