নববর্ষের গান

সারমিন চৌধুরী | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:১৩ পূর্বাহ্ণ

বছর শেষে ঘুরেফিরে

এসেছে নববর্ষ,

পান্তা ইলিশ খেয়েদেয়ে

জাগে মনে হর্ষ।

খোকাখুকু গাইছে সুরে

নববর্ষের গান,

নতুন সাজ দেখে বঙ্গের

জুড়ায় মনপ্রাণ।

খোকাখুকু মেলায় গিয়ে

চড়বে নাগরদোলা,

সারাদিন হাসি আনন্দে

কেটে যাবে বেলা।

ভাবছে খোকা মনে মনে

কিনবে রঙিন ঘুড়ি,

খুকুর জন্য কিনে দিবে

লাল নীল চুড়ি।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছর
পরবর্তী নিবন্ধআমাদের বৈশাখ