বোশেখ মেলায় ঢাকের বাদ্যি
তাক ডুমা ডুম ডুম,
খোকাখুকু ছুটছে মেলায়
মনে খুশির ধুম।
মাটির তৈরি খেলনা পাতিল
মাটির টেপা পুতুল,
কাঠের চাকার খেলনা গাড়ি
খেলনা ঘোড়া চটুল।
পাতার পাখা রঙিন ঘুড়ি
আর কাগজের ফুল,
রেশমি চুড়ির ঠুং ঠাং ঠুং ঠাং
মাটির কানের দুল।
হাতের কাছে যা পাবে আজ
কিনবে মজা করে,
হৈ–হুল্লোড়ে দিন কাটিয়ে
ফিরবে সাঁঝে করে।