গাজা যুদ্ধবিরতি : ইসরায়েলের নতুন প্রস্তাব, হামাসের মানার সম্ভাবনা কম

| বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের নতুন একটি প্রস্তাব ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে দিয়েছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রসংশ্লিষ্ট সমপ্রচারমাধ্যম আল কাহেরা নিউজ টিভি। খবর বিডিনিউজের। সোমবার তাদের দেওয়া এ খবরের দিনই হামাসের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, নতুন প্রস্তাবে অন্তত দুটি উপাদান আছে যা নিয়ে হামাস কোনো ধরনের আলোচনাই করবে না। মধ্যস্থতাকারীরা এখন ইসরায়েলি প্রস্তাবটি হামাসের উত্তরের অপেক্ষায় আছে, সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আল কাহেরা। পরে সোমবারই হামাস এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের প্রস্তাব খতিয়ে দেখছে এবং যত দ্রুত সম্ভব এ নিয়ে প্রতিক্রিয়া জানাবে। যুদ্ধবিরতি নিয়ে যে কোনো চুক্তিতে গাজায় সংঘাত পুরোপুরি বন্ধ এবং ভূখণ্ড থেকে সব ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের দাবিও পুনর্ব্যক্ত করেছে তারা। এর আগে ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠীটির ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, হামাসের চাওয়া ছিল ইসরায়েলকে হামলা ও বৈরিতা পুরোপুরি বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে, কিন্তু প্রস্তাবে তা আসেনি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের জাদুঘরে মানুষের চামড়ায় বাঁধানো বইয়ের সন্ধান
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধের প্রতিবাদে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ