নববর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে সিক্স এ সাইড ফুটবল উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি ফুটবল একাডেমির উদ্যোগে প্রীতি সিক্স এ সাইড ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। কর্ণফুলী স্টেডিয়ামে আয়োজিত এই ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরইছড়ি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অপু এবং বরইছড়ি সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ। ফুটবল ম্যাচে মোট ৮টি দল অংশ নেয়। এই ৮টি দলের নামকরণ করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেওয়া দলগুলোর নামানুসারে। উদ্বোধনী দিনে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই খেলায় ঢাকা আবাহনী দল ২০ গোলে ফেনি সকার ক্লাবকে পরাজিত করে। এবং ২য় খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৪০ গোলে মোহামেডান স্পোটিং ক্লাবকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধবিসিবিতে দুদকের অভিযানে আর্থিক অসঙ্গতির অভিযোগ
পরবর্তী নিবন্ধএমেচার ক্রিকেট লিগে আগ্রাবাদ মাস্টার্স এবং নাইনটিজ উইলোর জয়