ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২১ এপ্রিল চুয়াডাঙ্গা যাবে চট্টগ্রাম বিভাগীয় দল

| বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২১ এপ্রিল চুয়াডাঙ্গার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বে চট্টগ্রাম বিভাগীয় দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনূর্ধ্ব১৬ বয়সী ক্রিকেটারদের ১০ দিনের স্কিল ক্যাম্প আগামী ২০ এপ্রিল সাগরিকাস্থ বিভাগীয় মহিলা কমপ্লেঙে মাঠে শেষ হবে। ১১ জেলার নির্বাচিত ২০ ক্রিকেটারের মধ্য থেকে বাছাই করা হচ্ছে সেরা স্কোয়াড। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এক প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়। এতে বিভাগীয় ও জেলা কোচরা ছাড়াও ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাবেক জাতীয় ক্রিকেটার গোলাম ফারুক চৌধুরী সুরু ইয়ং টাইগার্সদের নানাভাবে পরখ করেন। এদিকে বিভাগীয় অনূর্ধ্ব১৬ দলের অনুশীলন ম্যাচ দেখতে বিকেলে এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শনে যান চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। এ সময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ আবুল বাশার, মোহাম্মদ হাফিজুর রহমান, শাহনেওয়াজ রিটন, সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, ক্রীড়া সংগঠক সৈয়দ শাহাবুদ্দীন শামীমসহ বিভাগ ও জেলার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন চট্টগ্রাম দলের ক্রিকেটারদের সামর্থ্যের সবটুকু দিয়ে বিভাগের গৌরব ধরে রাখার আহ্বান জানান। তিনি শুধু খেলার জন্যই খেলা নয়, একটি সঠিক মানস গঠনেও সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএএফসি থেকে স্টেডিয়াম উন্নয়নে ২.৫ মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে বাফুফে
পরবর্তী নিবন্ধনিগারের ঝড়ো ব্যাটিংয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের