নিজ কক্ষের জানালার গ্রিলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ির নিজ শয়নকক্ষ থেকে উম্মে হাবিবা তানহা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকাল ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের বাড়ি থেকে এই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ তানহা একই এলাকার প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী। শ্বশুর বাড়ির লোকজনের দাবি সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে বাপের বাড়ির লোকজন এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে।

শ্বশুর বাড়ির লোকজন জানায়, উম্মে হাবিবা তানহা প্রতিদিনের মতো শ্বশুর বাড়িতে রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমাতে যায়। সকালে শাশুড়ি নাস্তা করার জন্য ডাকতে গিয়ে ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। পরে স্থানীয়দের নিয়ে ঘরের দরজা ভেঙে দেখেন ওড়না প্যাঁচানো অবস্থায় জানালার গ্রিলের সঙ্গে তার মরদেহ ঝুলছে। পরে থানায় খবর দেয়া হলে তারা এসে লাশটি উদ্ধার করে।

গৃহবধূ তানহার মামা আবু বক্কর বলেন, আমার ভাগ্নি লালানগর ১ নম্বর ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার মো. সিরাজের মেয়ে। দুই বছর আগে তার বিয়ে হয়। গত রোববার বিকেলেও সে শ্বশুরের সাথে আমার বাড়ি বেড়াতে এসেছিল। এরপর সোমবার সকালে শ্বশুর বাড়ির লোকজন ফোন দিলে গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে সবার সাথে দরজা ভেঙে প্রবেশ করে দেখি তার নিথর দেহ পড়ে রয়েছে। তবে এটিকে তারা আত্মহত্যা বললেও যেভাবে জানালার সাথে ঝুলন্ত পাওয়া গেছে এভাবে আত্মহত্যা করা যায় না। তাই এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তদন্ত করে খতিয়ে দেখার দাবি জানাই।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদ বলেন, লাশ মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

এদিকে সহপাঠী উম্মে হাবিবা তানহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে আজ বুধবার সকাল ১০টায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধভাবে ফ্ল্যাট দখলে নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধজলকেলিতে মাতলেন পাহাড়ি তরুণ-তরুণীরা