গোয়ালাপাড়ায় আগুনে পুড়ল ১২ বসতঘর

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

নগরের এনায়েত বাজার গোয়ালপাড়া মালিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে সেমিপাকা ও কাঁচা বসতঘর রয়েছে। এতে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায় ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া ঘরগুলো সিআরবি সংলগ্ন রেলওয়ের জায়গায় গড়ে ওঠা। আগুনে বেশিরভাগ ঘর থেকেই কোনো মালামাল বের করতে পারেননি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, সকাল ৫টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাড়ে ৬টায় অগুন নিয়ন্ত্রণে আসে এবং সোয়া ৭টায় নির্বাপন শেষ হয়। আগুন লাগার সম্ভাব্য কারণ গ্যাসের চুলা। আগুনে ছোট ছোট ১২টি সেমিপাকা ও কাচা বসতঘর এবং ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মমতাজ বেগম বলেন, সপ্তাহ খানেক আগে ছেলেকে বিয়ে করিয়েছি। বিয়েতে পাওয়া সব উপহারসহ ঘরের মালামাল পুড়ে গেছে। এক কাপড়ে বের হয়ে কোনোমতে জীবন বাঁচাইছি। সবিতা দাশ নামে একজন বলেন, ঘরে আসবাবপত্র, থালাবাসন, টাকা, খাবার কোনো কিছুই নাই। সব পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজউদ্দীন বাজারে জুতার গুদামে আগুন
পরবর্তী নিবন্ধদ্বিতীয়দিন ইংরেজি পরীক্ষা দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী সেই সাত শিক্ষার্থী