সীতাকুণ্ডের শিল্পকলা একাডেমির সংগীত শিল্পী রাজন আর নেই

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ এপ্রিল, ২০২৫ at ১১:৩৪ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা শিল্পকলা একাডেমির সিনিয়র সংগীত শিল্পী ও আলপনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা মঈনউদ্দীন রাজন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে চট্টগ্রামস্থ এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল (৪০) বছর।

তিনি সীতাকুণ্ড পৌরসদরের ৩নং ওয়ার্ডের স্টেশন রোডস্ত এলাকার মরহুম আলহাজ্ব নুরুল কিবরিয়ার ছেলে এবং এডভোকেট সাবেক কমিশনার হেলাল উদ্দীনের ছোট ভাই।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে (৮ মাস), ৬ ভাই, ১ বোন ও মাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। এদিন সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সরকারি বেসরকারি বিভিন্ন পেশার মানুষ। এরপর তাঁর পারিবারিক কবরস্থান ৫নং ওয়ার্ডের পুরনো নিজ গ্রামের বাড়ি চৌধুরীপাড়াস্ত তাঁর দাফন সম্পূর্ণ করা হয়েছে।

এদিকে মঈনউদ্দীন রাজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সর্বস্তরের সাধারণ মানুষ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পৌরসভায় জামায়াতের গণসংযোগ
পরবর্তী নিবন্ধভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ