সংস্কৃতির প্রতিনিধিত্বকারী ঐতিহ্যবাহী মিয়ার মেলা এ বছর আর হচ্ছে না—এই মর্মে চট্টগ্রামের কর্ণফুলীতে তোলপাড় শুরু হয়েছে। প্রায় ২০০ বছর ধরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হয়ে আসা এ মেলার আয়োজন আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।
জানা গেছে, জমিদার আন্নর আলী খাঁর উত্তরসূরিদের পক্ষে মেলা আয়োজক কমিটি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে এবারের মেলা না করার আবেদন জানিয়েছে।
আবেদনে বলা হয়, মেলার জায়গা দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আবেদনপত্রে এ-ও উল্লেখ করা হয়, কেউ যেন জোর করে মেলা আয়োজন করতে না পারে—সে জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বড়উঠান ইউনিয়ন পরিষদের প্রশাসক, কর্ণফুলী থানার ওসি ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে।
মেলা আয়োজক কমিটির সদস্য শাহাদাত হোসেন খান জানান, ‘প্রতি বছর বৈশাখের ৭ ও ৮ তারিখে দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হতো। কিন্তু এবার দেশের পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এ সিদ্ধান্তে দুঃখিত।’
এ বিষয়ে বড়উঠান ইউনিয়নের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, ‘আয়োজকদের আবেদনের একটি অনুলিপি পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসকের দিকনির্দেশনার আলোকে দেখা হবে।’
দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই মেলা বন্ধের ঘোষণায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সিদ্ধান্তটিকে সময়োপযোগী মনে করলেও অনেকেই এটিকে সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন।